হ্যান্ডমেড মানেই সবকিছু এখন আকাশ ছোঁয়া

কমলা কালারের ফ্লাওয়ার ডিজাইনের যে বস্তুটা ছবিতে দেখছেন সেটি হলো হোমমেড সাবান…

হোমমেড সবকিছুর কদর এখন আকাশছোঁয়া। আধুনিক মেশিনারিজে তৈরি পণ্যে রোগবালাই আমাদের এতই কাবু করে ফেলছে যে আমাদের অতীতে ফিরে যাওয়া ছাড়া বিকল্প নাই।

মানুষজন ছুটছেও দেদারছে। এটার একটা পজিটিভ ভ্যালু তৈরি হয়েছে দারুনভাবে।

যদিও এখন পর্যন্ত ফুড আইটেমটাই হোমমেডে বেশি চলছে, কিন্তু অন্যসব পণ্যের মার্কেটভ্যালুও কম নয়। সমস্যা হলো চাহিদাকে মূল্যসমতায় আনতে হিমশিম খেতে হচ্ছে।

একটা পণ্য মেশিনে উৎপাদন করতে যে পরিমাণ পয়সা লাগে হোমমেড সেই পণ্যের উৎপাদন কসট দ্বিগুণ বা তিন গুণ। তাই সব পণ্যের হোমমেড সম্ভব হয়ে উঠছে না।

হোমমেড সাবানের চাহিদা অনেক, সমস্যা হলো এর প্রাইজ রেঞ্জ। ৪৫০ সর্বনিম্ন রেট। যেখানে ৫০-৮০ টাকায় বাজারে সাবান পাওয়া যাচ্ছে।

ছবির সাবানটা আমাকে দিয়েছেন বিশিষ্ট সাবানবিদ মাওলানা Minhaj Uddin, সাবানবিদ বললাম কারণ দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি সাবান নিয়া কাজ করেন। তার ব্র‍্যান্ডের নাম আবাবিল। বর্তমানে বি২বি কন্ট্রাক্ট প্রডাকশন করছেন।

সব ধরনের সাবান বানানোর প্রক্রিয়া তিনি রপ্ত করেছেন। ছবির সাবানটা তারই বানানো। আমাকে একটা দিলেন ব্যবহার করে ফিডব্যাক দেয়ার জন্য।

আলহামদুলিল্লাহ সাবানটি প্রায় ব্যবহার করে শেষ। আমি গত ২০ দিন এটা ব্যবহার করেছি। এটার ইউনিক ডিজাইন, কালার, ঘ্রাণ, জাফরানের মিশ্রণ ও ফেনা রেগুলার সাবানের তুলনায় বেশ। ব্যাপকভাবে বাজারজাত করা গেলে এটার সম্ভাবনা প্রচুর।

কিন্তু প্রাইজ রাখা লাগবে সাধারণ মানুষের লাগালের মধ্যে। মিনহাজ ভাইকে বলছিলাম, দামটা কিভাবে কমিয়ে আনা যায়, তিনি জানালেন এটাও সম্ভব। বর্তমানে হোমমেড সাবান যেটা বাজারে ৪০০-৫০০ চলছে সেটি কাস্টমাইজ করে ১৫০ টাকায় আনা যাবে।

আলহামদুলিল্লাহ এমন কিছু হলে আশা করি হোমমেড সাবানের ভালো একটা বাজার তৈরি করতে সক্ষম হবো আমরা, ইনশাআল্লাহ…

আল্লাহপাক আমাদের উদ্যোক্তা আলেমদের বারাকাহ দান করুন, যারা নতুন নতুন সাবজেক্ট নিয়ে কাজ করছেন তাদের সাফল্য দান করুন।

লিখেছেন : রোকন রাইয়ান

ফাউন্ডার : কওমি উদ্যোক্তা

https://www.facebook.com/share/p/p34iXoa8NUGY6ztB/?mibextid=oFDknk

2 Replies to “হ্যান্ডমেড মানেই সবকিছু এখন আকাশ ছোঁয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *